Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১৯ বছর পর গন্তব্যে পৌঁছল ডাকে পাঠানো চিঠি! খােলাবাজার ২৪,রবিবার,১৫সেপ্টেম্বর,২০১৯ঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ডাক বিভাগ থেকে একটা এসএমএস আসলো তুহিনশংকর চন্দের ফোনে। তা দেখে চমকে গেলেন তিনি। দেখলেন, ২০০০ সালে ডাক বিভাগের স্পিড পোস্টে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, তা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছেছে।
বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ডাক বিভাগ থেকে ওই চিঠি আসে।

রায়গঞ্জের সুদর্শনপুরে তুহিনশংকর চন্দের প্রায় দু’দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা তিনি ছেড়েই দিয়েছিলেন।তুহিনশংকর চন্দ জানান, ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।

কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তিনি বলেন, এখন তা মনে করতে পারছিন না।
তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।

তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।