
রায়গঞ্জের সুদর্শনপুরে তুহিনশংকর চন্দের প্রায় দু’দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা তিনি ছেড়েই দিয়েছিলেন।তুহিনশংকর চন্দ জানান, ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।
কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তিনি বলেন, এখন তা মনে করতে পারছিন না।
তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।
তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।