Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৯সেপ্টেম্বর,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার শাসনামল গণমাধ্যমের জন্য এক স্বর্ণালী অধ্যায়ের সৃষ্টি করেছে। এ সরকারের সময় সর্বাধিক টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার অনুমোদন দেয়া হয়েছে। সাংবাদিকরাও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি সাংবাদিকদের সংবাদ প্রকাশের অভয় দিয়ে বলেন, ‘আমার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অনিয়ম নিয়ে সর্বপ্রথম যে সাংবাদিক সংবাদ প্রকাশ করেছিলেন তাকে আমি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছি। এছাড়া ঢাকায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানে আমি বলে আসছি আপনারা আমার মন্ত্রণালয়সহ আমার বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তা প্রকাশ করুন। একই কথা আজ আপনাদেরও বলছি। আমার নির্বাচনীয় এলাকার কোন সরকারি দপ্তর বা কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তা নির্ভয়ে প্রকাশ করুন। তবে তা হতে হবে বস্তুনিষ্ট। এ কারণে আপনাদের কোন সমস্যা হলে আমি পাশে থাকব।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা কখনোই ভুল সিদ্ধান্ত নেননি। আপাত দৃষ্টিতে আমাদের কারো বুঝতে কষ্ট হলেও বাস্তবতায় বার-বার প্রমাণিত হয় তিনিই সঠিক। তিনি অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে নিজ দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দেননি। সাংসদ থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে মামলা, মন্ত্রীর জামাতার বিরুদ্ধে মামলাসহ বিশ্বজিৎ হত্যার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদেরও বিচার হয়েছে। গতকাল রাতেও যুবলীগের প্রভাবশালী এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পিরোজপুরে এখন ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ হয়েছে। এখনো যারা ক্যাডার লালন-পালনের মনোভাব পোষণ করছেন তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করুন। মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের ফার্নিচার এখন কার ঘরে আছে, চাকরি দেয়ার নামে টাকা নিয়ে কারা এখনো টাকা ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে নিউজ করুন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিআইবি’র পরিচালনা পরিষদের সদস্য ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা দি¦গবিজয় হাজরা প্রমুখ।