Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,২০সেপ্টেম্বর,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধি : আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নবনির্মিত নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
উদ্বোধন কালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেন, এমপি মন্ত্রী হল জনগণের কর্মচারী মালিক না, জনগণই এই দেশের মালিক।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।


নাজিরপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তারের সভাপতিত্বে, উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ,  গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়,  অমূল্য রঞ্জন হালদার- চেয়ারম্যান উপজেলা পরিষদ, শেখ আব্দুল লতিফ -কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান-মোস্তাফিজুর রহমান রঞ্জু সহ আরো অনেকে।