Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২১সেপ্টেম্বর, ২০১৯ঃ  সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য প্রমাণ পেলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকারী প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।