Mon. Sep 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২৫সেপ্টেম্বর,২০১৯ঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,একটি মুসলিম প্রধান দেশকে নিষিদ্ধ জুয়া-ক্যাসিনোর দেশে পরিনত করা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি সবকিছু লোকদেখানো- আইওয়াশ মাত্র। তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ। দুর্নীতির রাঘব বোয়ালদের টিকিটিও স্পর্শ করতে পারেনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, তাদের এতো টাকা হয়েছে যে টাকা লুকানোরও জায়গা পাচ্ছে না। কাজের লোকের বাড়িতেও কোটি কোটি টাকা সিন্দুকে ভরে লুকিয়ে রেখেছে। এই সরকারে লোকজন জুয়া-ক্যাসিনোতে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের গডফাদারাই এখনো নিয়ন্ত্রণ করছে সবকিছু। তাদের ধরতে পারলে দেখা যাবে একেকজনের ভান্ডারে একেকটি টাকার ব্যাংক আছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের চিরাচরিত নীতি হচ্ছে তারা কোন বড় কেলেংকারী করে ধরা খাওয়ার পর যখন আর সামাল দিতে পারে না তখন তারা জনগনের দৃষ্টি ভিন্নখাতে নিতে দোষ চাপায় বিএনপির ওপর। তারা ফেঁসে গেলে সব দোষ বিএনপির।