Sat. Sep 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৮সেপ্টেম্বর,২০১৯ঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্লাব ও ক্যাসিনোয় চলমান অভিযানে যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা র‍্যাব ও পুলিশের হাতে আটক হয়েছেন। এখন গুঞ্জন চলছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের আটক নিয়ে। ক্যাসিনো ব্যবসায় ঘুরে ফিরে যুবলীগের এ নেতার নাম আসলেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযান শুরুর প্রথম তিন দিন তিনি দৃশ্যমান ছিলেন। ফোনও ধরতেন। কিন্তু এখন তিনি কোথায় আছেন, তা তার সংগঠনের কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না।

এদিকে অনেক গণমাধ্যমেই গতকাল থেকে সম্রাট আটক হয়েছেন শিরোনামে সংবাদ প্রচারিত হতে দেখা গেছে। তাদের ভাষ্যমতে, রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে গতকাল শুক্রবার তাকে আটক করা হয়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটের আটকের বিষয়ে প্রথম থেকেই জানিয়েছে, সম্রাট পুলিশের নজরদারিতে রয়েছেন। তিনি ঢাকাতেই আছেন। সবাই সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সম্রাট গ্রেফতার কিনা তা দ্রুতই জানা যাবে।’

তিনি বলেন, ‘সম্রাট হোক যেই হোক অপরাধ করলে আমরা তাকে আইনের আওতায় নেব। যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, তাই ক্যাসিনোবিরোধী অভিযান র‍্যাবই করবে। এর আওতায় এনে অযথা তথ্য ছাড়া কাউকে যেন বিরক্ত করা না হয়।’

সবশেষে ধোঁয়াশা রয়েই গেল সম্রাটের আটক নিয়ে।