Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১ অক্টোবর, ২০১৯ঃ সৌদি আরবে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে মুষলধারে বৃষ্টি হয়েছে।গতকাল সোমবার বিকেলে রহমতের বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করেন বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ্ পালনকারীরা।

বৃষ্টিতে সিক্ত হয়েছে কাবা শরীফের গিলাফ। এ থেকে অনবরত বৃষ্টির পানি গড়িয়ে পড়ার দৃশ্য দেখে অভিভূত প্রত্যক্ষদর্শীরা। মনে হচ্ছে, যেন রহমতের ফোয়ারা ঝরছে।

বৃষ্টির কারণে তাওয়াফকারীদের মাঝে কোনো তাড়াহুড়ো নেই। সবাই যেন রহমতের বৃষ্টি গায়ে মাখতেই অপেক্ষা করছিল।

মরুভূমির দেশে মুমিন মুসলমানের হৃদয়ের আধ্যাত্মিক পরিবেশকে আরও আবেগঘন করে তুলে এ বৃষ্টি। মহান আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন হয়েই রহমতের বৃষ্টি গায়ে মাখছিল ওমরাহ্ পালনকারীরা।

অথচ কাবা শরীফের চত্ত্বরে প্রতি বছরই একাধিকবার বৃষ্টির জন্য নামাজ পড়া হতো। এ বৃষ্টি মহান আল্লাহ রহমত হিসেবে বর্ষণ করেন বলে সবাই বিশ্বাস করেন।

তবে বৃষ্টিতে যেনো অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয় সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে বলে জানান মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর নায়েফ আল-শরিফ।