Sun. Oct 26th, 2025
Advertisements
ক-য-স-ন-
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩অক্টোবর,২০১৯ঃ রাজধানীর বনানীর নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে ক্যাসিনোর বিখ্যাত গ্যাম্বলিং মেশিন- ‘মাহাজং’ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান ও শামীমা আক্তার এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে বনানীর এ- ব্লকের ১৮ নং সড়কের ২৩ নং বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত নিউ ড্রাগন নামক চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটি ক্যাসিনো মেশিন উদ্ধার করেছে।

জানা গেছে, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চায়না হতে ২০১৮ সালের জুলাই মাসে ২০টি কার্টুনে ৭ সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে।  যদিও ১৯৪৫ সালে চায়নাতে কমিউনিস্ট বিপ্লবের উত্থানকালে মাহাজং খেলায় গ্যাম্বলিং আসক্তির জন্য দেশটিতে এ মেশিন নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন চাইনিজ নাগরিকের আনাগোনা ছিল যারা এই চাইনিজ গ্যাম্বলিং এ অংশ নিতেন।