খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩অক্টোবর,২০১৯ঃ রংপুরের কাউনিয়ায় উত্তরবঙ্গ মেইল নামের এটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে কাউনিয়া জংশনে উত্তরবঙ্গ মেইল নামের ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার কাজ চালাতে এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া জংশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ট্রেনটি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি স্টেশনের কাছে হওয়ায় এবং আশেপাশে লোকজন থাকায় হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ এখনও নিহতের সংখ্যা সঠিকভাবে জানাতে পারেনি। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


