Tue. Oct 28th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,০৫অক্টোবর,২০১৯ঃ তিস্তার পানিবণ্টনের আলাপ ছাড়াই শেষ হলো ভারতের নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। ৬টি সমঝোতা স্মারক সই করেছে ভারত ও বাংলাদেশ।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর ১ দশমিক ৮ কিউসেক পানি ব্যবহার, ঢাকা ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিনিময়ে সমঝোতা হয়। এছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন এবং উপকূলীয় নিরাপত্তায় বিষয়েও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

চুক্তি সই হয় লাইন অব ক্রেডিট বিষয়ে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দুই নেতা। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক বিশ্ব দরবারে দৃষ্টান্ত বলে আখ্যা দেন দুই দেশের প্রধানমন্ত্রী।