খােলাবাজার ২৪,মঙ্গলবার ,০৮ অক্টোবর,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, শুভ বিজয়া দশমী। আজ বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটছে আজ মঙ্গলবার।
আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আগামী পিরোজপুরের মানবতার নেতা জসিম উদ্দীন খান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপির নির্দেশে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।