Tue. Oct 28th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১২অক্টোবর,২০১৯ঃ ক্যাসেল স্টুয়ার্টের অবস্থান স্কটল্যান্ডে। সে সময়ের স্কটল্যান্ডের রানীর ভাই জেমস স্টুয়ার্ট ১৬২৫ সালে এই ক্যাসেলটি নির্মাণ করেন। রহস্যজনকভাবেই ক্যাসেলটি নির্মাণের পরপরই ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা।

অনেকেই বিশ্বাস করতে শুরু করেন অলৌকিক কিছুর উপস্থিতি। আর তাই জেমস স্টুয়ার্ট ঘোষণা দেন, যদি কেউ এক রাত ওই ক্যাসেলে থেকে প্রমাণ করতে পারেন যে ওখানে ভূত নেই তবে তাকে পুরস্কৃত করা হবে।

এ ঘোষণায় এলাকার ধর্মযাজক পেট্টি চার্চ প্রস্তাবটি গ্রহণ করেন এবং সেখানে রাত্রি যাপন করতে যান। পরদিনই ওই ক্যাসেলে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের মুখে অসম্ভব ভয় পাওয়ার ছাপ ছিল।