খােলাবাজার ২৪,রবিবার,১৩অক্টোবর,২০১৯ঃ স্বপ্ন নিয়ে একটি সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠে স্বপ্ন নিয়ে। গত ১৩ অক্টোবর ২০১৭ তারিখে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মানবতার কল্যাণে’ শ্লোগান নিয়ে স্বপ্ন নিয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। স্বপ্ন নিয়ে আজ তার ২ বছর পূর্ন করলো ।
সকলের সহযোগিতায় ইতোমধ্যেই স্বপ্ন নিয়ে স্থানীয়ভাবে ২টি স্কুলে শহীদমিনার নির্মাণ, অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, উপকূলীয় এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টি, হত দরিদ্রের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ, অসচ্ছল ছাত্র-ছাত্রী এবং পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ , রিকশা চালক ও শিক্ষার্থীদের মাঝে রেইনকোট বিতরণ , শিক্ষা উপকরণ বিতরণ , সড়ক দূর্ঘটনায় পা হারানো শাহিনুরের কৃত্তিম পা সংযোজন , প্রবীণদের জন্য স্বপ্ন নিয়ে’র উপহার (নির্ভরতার লাঠি) , শিক্ষার্থীদের অসহ্য গরম থেকে বাঁচাতে স্কুলে ফ্যান উপহার , বিদ্যালয়ের বুক কর্নারে বই উপহার, ভ্রাম্যমাণ তরকারীর দোকান প্রদান, রিক্সা বিতরণ , বিধবা কেছলাম বেগম এর ভাঙ্গা ঘর পুনঃনির্মাণ, মাদক বিরোধী প্রচারনা, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক বিতরণ , মো: জমির উদ্দিনের Uro Throw Plast অপারেশন, রক্ত সরবরাহ , অগ্নিদগ্ধ লিজার চিকিৎসার ব্যায় বহন সহ বিভিন্নভাবে আসহায় মানুষ এবং সমাজের জন্য কাজ করছে স্বপ্ন নিয়ে।
এ ছাড়াও স্বপ্ন নিয়ে এই সামাজিক সংগঠনটি মেধাবী অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা প্রদান, রক্ত সরবরাহ, শিশুকিশোর ও তরুণ যুবাদের কাছে মুক্তিযাদ্ধের ইতিহাস জানানো, ক্রীড়া সামগ্রী বিতরণ, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিকে সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় সামাজিক বনায়ন, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণ, যৌতুক এসিড সন্ত্রাস ও মাধকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনাসহ দু:স্থ শিশুদের নিয়ে নানামুখী মানব কল্যানমূলক কার্যক্রম হাতে নিয়েছি।
স্বপ্ন নিয়ে সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সমন্বিত করার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং সহযোগিতাকে কাজে লাগিয়ে সমাজ তথা দেশে উন্নয়ন এবং পরিবর্তন করতে চায়।
স্বপ্ন নিয়ে প্রমান করতে চাই এই প্রজন্ম শুধু ফেইসবুক প্রজন্মনয়, এই প্রজম্ম মানবিক উন্নয়নেও কাজ করে পারে।
স্বপ্ন নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা আশরাফুল হান্নান খোলাবাজার২৪ডটকমকে জানান, আমরা আপনাদের অভিজ্ঞতা এবং সহযোগিতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই । আমরা আশা করি আপনারাও আমাদের সাথে সমাজ তথা দেশ পরিবর্তনে স্বপ্ন নিয়ে’র সাথী হয়ে আমাদের সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলকে সাথে নিয়ে স্বপ্ন নিয়েকে নিয়ে যেতে চাই বহুদূরে।