Sun. Oct 26th, 2025
Advertisements
ubar
খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃ ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন উবার চালকরা। রোববার রাত ১২টা থেকে ৯ দফা দাবিতে তারা এ ধর্মঘট শুরু করেছেন। তাদের এ কর্মসূচি চলবে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত।

বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

চালকদের ৯ দফা দাবি হলো- ১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া। ২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা। ৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়ানো। ৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া। ৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন না নেয়া। ৬. যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। ৭. সর্বোচ্চ দুই কিলোমিটারের মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করা। ৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দেয়া। ৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা।