Tue. Oct 28th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৫অক্টোবর,২০১৯ঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় হাতেনাতে ১৮ জেলেকে আটক করে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত পদ্মার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।

রাজবাড়ীর এনডিসি মো. রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় এ অভিযান চলছে। এ সময় ২ মণ ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং পাঁচটি নৌকা আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ইলিশগুলো এতিমখানায় প্রদান করা হয়েছে। আর জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা