Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,১৬অক্টোবর,২০১৯ঃ গুগল ম্যাপে পাল্টে গেছে বুয়েটের শের-ই বাংলা হলের নাম। ওই লোকেশনে দেখাচ্ছে শহীদ আবরার ফাহাদ হল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এ আবাসিক হলের নামে পরিবর্তন দেখাচ্ছে।

এছাড়া আবরারের খুনিদের নামে টয়লেটের নামকরণ করা হয়েছে। যা ওই ম্যাপে শো করছে।

মঙ্গরবার থেকে গুগল ম্যাপে বুয়েটের শের ই বাংলা হল সার্চ করলেই শহীদ আবরার হল দেখা যাচ্ছে। এর পাশে কয়েকটি পাবলিক টয়লেট শো করছে যা আবরারের খুনিদের নামে।

পাবলিক টয়লেটগুলোর মধ্যে রয়েছে, অমিত সাহা পাবলিক টয়লেট, কিলার অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার রাসেল পাবলিক টয়লেট, অপ্রেসার (নির্যাতক) রাসেল পাবলিক টয়লেট, কিলার রবিন পাবলিক টয়লেট।

ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে গত ৬ অক্টোবর আবরারের দেয়া একটি স্ট্যাটাসের জেরে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর পর থেকে সারাদেশে আন্দোলন চলছে।

জানা যায়, ওই রাতেই তার নিজ কক্ষ ১০১১ থেকে ২০১১ নম্বর কক্ষে ডেকে নেয় ছাত্রলীগ নেতারা। এরপর মধ্যরাত পর্যন্ত তার ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তিনি মারা গেলে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারের মরদেহ সিড়িতে ফেলে রাখে। এ ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভে ফেটে পড়ে মানুষ।