Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,২০অক্টোবর,২০১৯ঃ অনেকেই মুখের নানারকম দাগ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু দাগ কী ভাবে তা দূর হবে সেটা অনেকেরই জানা থাকে না। এজন্য বাজারে পাওয়া নানা রকম ক্রিম, লোশন ব্যবহার করেন। তবে এসব ব্যবহারে অনেকসময় পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। এ ক্ষেত্রে ঘরোয়া উপায় কিছু উপায় অনুসরণ করে মুখের দাগ দূর করতে পারেন। যেমন-

ব্রণর দাগ দূর করতে:

১. চন্দন গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এর পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

২. প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ফিকে হবে আসবে। তবে খেয়াল রাখতে হবে, ত্বকে মধুর ব্যবহারে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা।

৩. তৈলাক্ত ও সাধারণ ত্বকের দাগ দূর করার জন্য শশার রস, আলুর রস খুবই উপকারী। শশার রস, আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে উপকার পাবেন।

৪. শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করলে উপকার পাবেন।

৫. অ্যালোভেরার রস প্রতিদিন মুখের দাগের উপর লাগালে দ্রুত সে দাগ কমে যায়।

৬. তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।

৭. মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।

৮. যে কোনও ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।

৯. রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

১০. টমেটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।

রোদে পোড়া বা মেছেতার দাগ দূর করতে:

১. নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।

২. গুঁড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৩. অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট দাগ দূর করতে কার্যকরী।

৪. কমলা লেবুর খোসা গুঁড়া করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন।

৫. মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার লাগাতে পারেন। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে পানিও মিশিয়ে নিতে পারেন।

৬. মুখের দাগ কমাতে লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন।

তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।