খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ-“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” বিষয়কে প্রতিপাদ্য করে আগামী ২ নভেম্বর ৪৮তম সমবায় দিবস উদযাপন করা হবে। জাতীয় এই সমবায় দিবস উদযাপন উপলক্ষে ২১ অক্টোবর জেলা সমবায় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-সহকারী নিবন্ধক আফরোজা খাতুন। সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় অন্ষ্ঠুানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমবায়ী আলহাজ্ব নুরুল ইসলাম,জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ শাহাদৎ হোসেন ভূঁইয়া (তরুন), আনোয়ার হোসেন,সামসুল হুদা আনসারী, মোঃ রায়হান, কাজল দাস, মোঃ সাদেক মিয়া,ডাঃ মোঃ আলাউদ্দিন (আলাল)। প্রস্তুতি সভায় আগামী ২ নভেম্বর ৪৮তম জাতীয় সমবায় দিবস সুন্দর ও সার্থকভাবে উদযাপনের লক্ষ্যে সমবায়ীগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং সম্ভাব্য আয় ব্যয় নিয়ে আলোচনা করেন। নরসিংদী সমবায় আঞ্চলিক ইন্সষ্টিটিউটের মিলনায়তনে জাতীয় সমবায় দিবস পালিত হবে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।