Tue. Oct 28th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২২অক্টোবর,২০১৯ঃ এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর শতভাগ মালিকানাধিন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেড এর যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি হংকংয়ের কাওলুনে হলিডে ইন গোল্ডেন মাইল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেড এর কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল মোঃ নাজমুল আলম ও এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেড এর প্রধান নির্বাহী মোঃ ফখরুজ্জামান, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেড এর মাধ্যমে এখন থেকে এলসি অ্যাডভাইজিং ও কনফার্মেশন, এক্সপোর্ট বিল কালেকশন, ইমপোর্ট ও এক্সপোর্ট বিলের বিপরীতে অর্থায়ন এবং এক্সপোর্ট বিলের ডিসকাউন্টসহ বিভিন্ন ট্রেডিং সেবা পাওয়া যাবে।