Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২৩অক্টোবর,২০১৯ঃ খেলোয়াড়দের ধর্মঘটের কারণে ভারত সফর বাতিল হলে বাংলাদেশের ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে বিবিসি কার্যালয়ে গিয়ে এই আশঙ্কার কথা প্রকাশ করেন।

বিসিবি সভাপতি বলেন, ‘ওরা কি এই জিনিসটা বোঝে না যে এই ট্যুরটায় গেলাম না, তাতে কী হবে? বাংলাদেশ যদি স্যাংশনে(নিষেধাজ্ঞা) পড়ে। খেলা বন্ধ হয় এক বছরের জন্য তাতে খেলোয়াড়দের কী লাভ? জিনিসটা তো খেলোয়াড়দের আগে বুঝতে হবে।

এই ধর্মঘটের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মঙ্গলবার বলেছিলেন। আজকেও তিনি একই কথা বলেন। পাপন বলেন, ‘এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে। আমার ধারণা, বেশিরভাগ প্লেয়ারই হয়ত জানে না। এটার মধ্যে ডেফিনেটলি একটা ষড়যন্ত্র আছে, তাতে কোনো সন্দেহ নেই।’

তিনি আরো বলেন, ‘কোনো দাবি না দিয়ে আগে খেলা বন্ধ! এটা তো হতে পারে না। এটা পৃথিবীর কোথাও নেই। এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে।’