খােলাবাজার ২৪,সোমবার,২৮অক্টোবর,২০১৯ঃজাহাঙ্গীর রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বে-সরকারী সংস্থা এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের আওতায় ডিমলা সদর ইউনিয়নের ছয়টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। রোববার (২৭-অক্টোবর) বিকেলে বার্ষিক উন্নয়ন প্রকল্পের এ.ডি.পি’র বরাদ্দকৃত সদর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে চেয়ারম্যানের কক্ষে ক্লাবের সদস্যদের মাঝে নিজ হাতে বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বিতরনের সময় চেয়ারম্যান বলেন, খেলাধুলা কিশোর-কিশোরীদের মন প্রফুল্ল রাখতে সহায়তা করে, মাদক নেশা থেকে বিরত রাখে। তিনি কিশোর-কিশোরীদের উদ্দ্যেশে আরো বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়া-লেখার পাশাপাশি নিজেদের এলাকায় ছোট-ছোট মাঠে ফুটবল-ভলিবল, ক্রীকেট খেলে জ্ঞানের মেধা-বিকাশ ঘটিয়ে আগামী দিনে জাতীয় পর্যায়ে খোলার সুযোগ পেতে পারো। এ সময় সোনার তরী, আশার আলো, আমরাও পারি, চলো পাল্টাই ও আর্দশ কিশোর-কিশোরী ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমির হোসেন, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর ববিতা আক্তার, সাংবাদিক জাহাঙ্গীর রেজা ও আসাদুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন।