Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৮অক্টোবর,২০১৯ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের মতো যদি আর কোনো ক্রিকেটার ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহালে আমি অবাক হব না।

বাংলাদেশের একটি পত্রিকার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

বিসিবি সভাপতি বলেন, আপনারা ভারত সফর নিয়ে এখনও কিছুই দেখেননি। শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি যখন বলছি, ভারত সফর নিয়ে সমস্যা আছে তখন আপনাদের বিশ্বাস করা উচিত।

বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, আমাকে তামিম ইকবাল প্রথমে বলেছিল যে, ও শুধু ভারত সফরে দ্বিতীয় টেস্টেই খেলবে না। তখন ওর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তামিম আমার কাছে এসে বলল ও পুরো সফরেই খেলবে না। জিজ্ঞাসা করলাম, কেন? কিন্তু তার উত্তর পাইনি।

পাপন আরও বলেন, তামিমের মতো যদি আর কোনো ক্রিকেটার শেষমুহূর্তে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি অবাক হব না। আর তখন কিন্তু কিছু করার থাকবে না। আমাদের হাতে বিকল্প থাকবে না। আমি সাকিবকেও এই ব্যাপারে কথা বলার জন্য ডেকেছিলাম। এখন ও যদি নিজেকে সরিয়ে নেয়, তাহলে আমি অধিনায়ক কোথায় পাব?