Thu. Oct 23rd, 2025
Advertisements

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা সরকারি মডেল স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ‌‘নো সাকিব, নো ক্রিকেট’ বলে নানা স্লোগান দেন।

পরে মিছিলটি শহর ঘুরে আবারো সরকারি বালক বিদ্যালয়ের সামনে শেষ হয়। এসময় তারা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাদিকুল ইসলাম ও মেহেদী হাসান প্রমুখ। বক্তারা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানান।