Sat. Sep 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১১নভেম্বর,২০১৯ঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ভারতের বিপক্ষে ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।

রোহিত শর্মাদের করা ১৭৪ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ১৪৪ রান তুলে শেষ হয় টাইগারদের ইনিংস।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বুলেছেন, ম্যাচটিতে জয়ের যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু সে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ তারা।

রোববার (১০ নভেম্বর) পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, নাইম ও মিঠুন যেভাবে জুটি গড়েছিল, আমাদের সত্যিই দারুণ সুযোগ ছিল। কিন্তু আমরা দ্রুত উইকেট হারিয়েছি, যার ফলে পরাজয় আমাদের মেনে নিতে হয়েছে। এক পর্যায়ে ৫ ওভারে ৪৯ করতে হতো। আমাদের তখনও সুযোগ ছিল, কিন্তু আমরা তাতেও ব্যর্থ হয়েছি। ছেলেরা মাঠে যে চেষ্টাটা করেছে তা সত্যিই প্রশংসনীয়।

এ সময় তরুণ নাইম শেখের প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, আমি মনে করি নাইম খুবই প্রতিভাবান একজন ব্যাটসম্যান। এছাড়া বোলিংয়ে আমাদের তিন পেসারই পরিকল্পনা মোতাবেক বোলিং করেছে। পুরো সিরিজেই তারা দুর্দান্ত খেলেছে।