বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাওয়ার সময় ডোডা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর ইন্ডিয়া টুডের।
দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। বাকী ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হয়।