‘টাইমস অফ ইন্ডিয়া’কে তাদের ঘনিষ্ঠ মহল জানায়, মিথিলার সঙ্গে সামনের বছরেই বিয়ে হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে।
যদিও এ বিষয়ে সরাসরি তারা কেউই কথা বলতে রাজি নয়। শোনা যাচ্ছে, দুই পরিবারই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সে কারণে চলছে কেনাকাটা।
এর আগে মিথিলা বলেছিলেন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে তার সঙ্গে যোগাযোগটা বেশি হয়।’
