Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ০৬ডিসেম্বর ২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে আর কোনো দিন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেয়া হবেনা। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের লোকের বসবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ না কেউ করবেন না, এটা আমার অনুরোধ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আছে বিধায় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজ সচিব ও পুলিশের বড় কর্মকর্তা। প্রশাসনের উচ্চ থেকে নিম্নপর্যায়ের বিভিন্ন পদে আছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদেশ সবার, সবার রয়েছে সমান অধিকার। আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধুর ডাকে হিন্দু-মুসলিম সবাই যুদ্ধ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। সংখ্যালঘু তারাই যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। আমরা সবাই বাঙালি, এটাই হোক আমাদের পরিচয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশ ছেড়ে কাউকে অন্য দেশে চলে যেতে হবে না।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালেহ মোন্তাজির, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।