Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি,২০২০ঃ অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে টি-২০ সিডনি সিক্সার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রশিদ খান। টি-২০ ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার মতো এমন নৈপুণ্য দেখালেন এই আফগান বোলার।

বুধবার (০৮ জানুয়ারি) অ্যাডিলেইডে সিডসি সিক্সার্সের ২ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন রশিদ। দশম ওভারের শেষ দুই বলে স্বাগতিক দলের জেমস ভিন্স ও জর্ডান সিল্ক এবং দ্বাদশ ওভারের প্রথম বলে জ্যাক এডওয়ার্ডকে উইকেট ছাড়া করে হ্যাটট্রিক পূর্ণ করেন সিডনির এই তারকা বোলার।

উল্লেখ্য, ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে জ্যামাইকা তেলাওয়াসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রশিদ। টি-২০’তে তার অপর হ্যাটট্রিকটি আন্তর্জাতিক ক্রিকেটে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চারটি উইকেট নেন তিনি।