Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,১১জানুয়ারি,২০২০ঃ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর চাকুরিচ্যুত সাবেক দুর্নীতিবাজ,অর্থ লুণ্ঠনকারী ব্যাবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার গ্রেপ্তার ও বিচারের দাবিতে নরসিংদী পিডিবিএফ কার্যালয়ের উদ্যোগে উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে ১১ জানুয়ারী তাদের চিনিশপুরস্থ কার্যালয়ের সম্মুখে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উর্ধ্বতন সহ-পরিচালক মোঃ আব্দুল মান্নান,মোঃ নুরুল আফসার,সেল কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মোনায়েম সরকার,সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আঃ রহিম মির্জা প্রমুখ। সভায় বক্তাগণ লিখিত বক্তব্য থেকে বলেন পিডিবিএফ এর সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা বোর্ড অব গর্ভনর্স এর তোয়াক্কা না করে তিনি ইচ্ছা মত ব্যক্তিগত সুবিধার বিনিময়ে পিডিবিএফ এর অর্থ কর্মীদের সিপিএফ এর ৫৩ কোটি টাকা কয়েকটি নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখেছেন যা আদৌ কোনদিন পাওয়া যাবে কি না সন্দেহ।
তিনি কল্যান সমিতি থেকে ক্ষমতার অপব্যবহার করে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। স্বাস্থ্য সেবার নামে দরিদ্র সদস্যাদের লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন। ১ দিনে শতাধিক কর্মকর্তা কর্মচারীকে হয়রানিমূলক বদলি করেছেন। তারা এখনো মানবেতর জীবন কাটাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার দুর্নীতির কারনে তাকে চাকুরিচ্যুত করেছে। কিন্তু তার বিরুদ্ধে এখনো কোন মামলা বা তার নিকট থেকে টাকা আদায়ের কোন ব্যবস্থা গ্রহন না করায় পিডিবিএফ এর সহকর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। তারা মদন মোহন সাহাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।