Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,১৩জানুয়ারি,২০২০ঃ হাসপাতালে ভর্তি হওয়া এক তরুণীর কাণ্ডে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রেমিক তাকে দেখতে আসবেন এটা ওই জানার পর ওয়াংমেই নামের ওই তরুণী মেকআপ করা শুরু করেন। পরে সাজসজ্জার ছবি ফেসবুকে পোস্টও করেছেন।

ছবিতে দেখা গেছে, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মুখে বেজ মেকআপ লাগিয়েছেন। আইব্রো, ব্লাশার, আইশ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন। নেইল পলিশ করেছেন। কানে মুক্তার দুলও পরেছেন।

ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াংমেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে!

নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ ওয়াংমেইর পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, রুগ্ন চেহারা দেখে প্রেমিক হয়তো দুশ্চিন্তায় পড়তেন। তাই এমনটা করেছেন ওয়াংমেই।