খােলাবাজার২৪,শনিবার,১৮জানুয়ারি,২০২০ঃরংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন “সামাজিক যোগাযোগ মাধ্যমের এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ গ্রুপ”।
গতকাল শনিবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের এক হাজার ছয়’শ শীতার্ত দারিদ্র মানুষের মাঝে পাশে আর্ত মানবতার সেবায় সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ এস এস সি ৯৫ ও এইচ এস সি ৯৭ গ্রুপ এর আয়োজনে শীত বস্ত্র (কম্বল)বিতরণ করা হয় । ওই সময়ে উপস্থিত ছিলেন ওই গ্রুপের সদস্য মোস্তাক আহমেদ,সর্দার ফয়সাল,এহতেশাম শাইমুম,মাজহারুল ইসলাম পায়েল,তানভীর বাপ্পী,মুসা বাপ্পী,মাফিয়া ইসলাম মেঘলা,কামরুল ইসলাম,রায়হান রহমান অন্তু,পলাশ খাঁন প্রমুখ। উক্ত শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সয়ার ইউপির চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরন,রবিউল হাসান ।শীত বস্ত্র বিতরনী বাংলাদেশের ৯৫ সালের এসএসসি ও ৯৭ সালের এইচএসসি ব্যাচের নিজস্ব অর্থায়নে আর্ত মানবতার সেবায় ২০১৬ সালে এ উদ্যোগ গ্রহন করেন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে দেশের বিভিন্ন প্রান্তে শীত বস্ত্র বিতরণ করছেন ।