Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,৩০জানুয়ারি,২০২০ঃ  একজন ভারতীয় ক্রিকেটের মারমুখী ব্যাটসম্যান, অন্যজন নিয়মিত সেলুলয়েডের ফ্রেমে বন্দি হতে ব্যস্ত। বলা হচ্ছে আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার কথা।

২০১৭ সালে তারা বিয়ে করেন। তাই বলে ক্যারিয়ার তাদের থেমে নেই। সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন তারা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানায়, আয় ও সম্পদেও তারা ভারতের অন্যতম ধনী দম্পতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের তালিকায় গত বছর সেরা ধনী হিসেবে নাম উঠে আসে বিরাটের।

২১তম শীর্ষ ধনী হিসেবে নাম উঠে আসে আনুশকার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ। দেখা যায়, বিরাটের সম্পদের নেট অর্থমূল্য ৯০০ কোটি রুপি। তিনি গত বছর আয় করেছেন দুইশ ৫২ কোটি ৭২ লাখ রুপি।

অন্যদিকে গত বছর তার স্ত্রীর আয় ছিল ২৮ কোটি ৬৭ লাখ রুপি। তার সম্পদের অর্থমূল্য ৩৫০ কোটি রুপি। সে হিসাবে তাদের নেট সম্পদের পরিমাণ এক হাজার ২০০ কোটি রুপিরও বেশি।

ভারতীয় ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, পণ্যের বিজ্ঞাপন, শুভেচ্ছাদূত ও রেস্তোরাঁ ব্যবসা থেকে বিরাটের এই সম্পদ এসেছে।

আর অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন আনুশকা।