Sun. Oct 12th, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,১০মার্চ,২০২০ঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ৫ম ব্যাচের ছাত্রী জান্নাতুল নওরীন উর্মিকে নির্যাতনের ঘটনার ৯ দিন পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে এক শিক্ষক ও ৫ শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত ৯টায় বন্দর থানায় অভিযোগ দায়ের করেন নওরীনের বাবা অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা। অভিযোগে উল্লেখ করা হয়, গত পহেলা মার্চ বিকেলে শিক্ষক সুজিত বালা নওরীনের পরীক্ষার খাতা জোর করে টেনে নিয়ে যায় এবং কক্ষ থেকে বের করে দেয়। এরপরই সিড়িতে ৮-১০জন মুখোশধারী উর্মির মাথায় আঘাত করে।

এ সময় জ্যামিতি বক্সের সূচালো কাটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে উর্মিকে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আঘাত নিয়েই বাসায় ফিরলেও নিরাপত্তাহীনতার কারণে ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এরপর অবস্থার অবনতি হলে ৪ মার্চ শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় উর্মিকে।