Sat. Apr 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১১মার্চ,২০২০ঃ  বুধবার ১১ মার্চ পরিকল্পনা বিভাগের এনইসি অডিটরিয়ামে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুতকৃত ইনভেন্টরি মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের মাননীয় মন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল আমিন। অন্যান্য অতিথি বৃন্দের ভিতর উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায়, পরিকল্পনা বিভাগের উপ-সচিব মোঃ খোরশেদ আলম, ড. সামসুল আলম, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, কোক্রিয়েটস লিমিটেডের সিইও মুস্তাফিজুর রহমান সোহেল, পরিকল্পনা মন্ত্রনালয়, বিসিসি, বুয়েট, কোক্রিয়েটস লিমিটেড এবং প্রকল্প এর পরামর্শক, কর্মকর্তা ও কর্মচারীগন।

অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের মাননীয় মন্ত্রী এম এ মান্নান নিজে আইটেম রিকুইজিশন প্রদান করে মডিউলটির উদ্বোধন করেন।
জনাব এম এ মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে আজ আমরা বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুতকৃত ইনভেন্টরি মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি।

অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের উপ-সচিব মোঃ খোরশেদ আলম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সফটওয়্যারটির প্রযুক্তিগত কৌশল সম্পর্কে বলেন কোক্রিয়েটস লিমিটেডের সিইও মুস্তাফিজুর রহমান সোহেল।

এই মডিউলটি ব্যবহার করলে আর ম্যানুয়াল স্টক রেজিস্টার মেইন্টেইন করার দরকার হবে না। কোন পণ্য বা দ্রব্য কি পরিমাণ কোন স্টোরে আছে, কোন পণ্য কেনার প্রয়োজন আছে কিনা তা এই সফটওয়্যার এর মাধ্যমে জানা যাবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানকে আগের তুলনায় আরও দক্ষ এবং কার্যকারি করে তুলবে, সকল কাজ স্বয়ংক্রিয় ভাবে করায় মানব-ত্রুটির ঝুঁকি হ্রাস করে কর্মশক্তি বৃদ্ধি করবে, প্রক্রিয়াগত স্বচ্ছতা বৃদ্ধি পাবে, দৃষ্টি নন্দন ড্যাশবোর্ডের মাধ্যমে খুব সহজে সকল কাজের পর্যবেক্ষন করা যাবে, স্বয়ংক্রিয় নোটিফিকেশনের দ্বারা সকল কাজকে হালনাগাদ রাখা যাবে, কর্মকর্তা/কর্মচারীর খরচের প্রতিবেদন খুব সহজে পাওয়া যাবে।

এছাড়াও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সিসিএ সহ কয়েকটি সরকারী প্রতিষ্ঠানে ইনভেন্টর‍ি মডিউলের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।
ইতোপূর্বে গত ২৮/০১/২০২০ ইং তারিখে এডিবি সভা ই -গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুত ও উদ্বোধনকৃত ও ইভেন্ট এন্ড মিটিং মডিউল দ্বারা পরিচালিত হয়। এই মডিউলটির ব্যাবহার করে সরকারি প্রতিষ্ঠান গুলো তাদের অনুষ্ঠিত সকল সভা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে পরিচালনা করা সম্ভব হবে। পুর্ববর্তী সকল সভার নোটিশ, অংশগ্রহনকারী, রেজুলেশন সহ অন্যান্য তথ্য খুব সহজেই পাওয়া যাবে।

উল্লেখ্য, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাপ্তরিক কার্যক্রম সহজে ও সুচারুভাবে পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তিভিত্তিক এই সফটওয়্যারটি তৈরি করা হচ্ছে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ‘ই-গভর্নমেন্ট ইআরপি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।
মূল সফটওয়্যারটির নয়টি মডিউলগুলোর মধ্যে বেটা সংস্করণে চারটি মডিউল এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। চারটি মডিউলগুলোর মধ্যে রয়েছে- সভা পরিচালনা, ইনভেন্টরি, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট।