Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১৮মার্চ,২০২০ঃ  ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ব্লেইস মাতুইদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, রক্ষণভাগের অসাধারণ প্রতিভাধর এই ফুটবলার ১১ মার্চ থেকে কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।

জুভেন্টাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়লো। এর আগে দানিয়েলে রুগানির শরীরে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে।

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে চীনের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। এ পর্যন্ত ৩১ হাজার ৫০৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫০৩ জন।