খােলাবাজার২৪ বুধবার ২৮ আগস্ট, ২০২০:পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শারীরিক সমস্যার কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আজ ২৮ আগস্ট, শুক্রবার সকালে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে। আজ বিকালেই সংবাদ সম্মেলনে অ্যাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে আলসারেটিক কোলাইটিস রোগে ভুগছেন ৬৫ বছর বয়সী অ্যাবে। তার স্বাস্থ্যের সমস্যার কারণে যাতে রাষ্ট্রীয় কাজে কোনো সমস্যা দেখা না দেয়, সে কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।গত ১৭ আগস্ট সকালে অ্যাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সরকারিভাবে বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়। তবে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। দেশটির রাজনৈতিক অঙ্গনে তখন থেকেই তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন উঠে।৬৫ বছর বয়সী আবে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এখনও তিনি সরকারের নেতৃত্বে। এর আগে আলসারেটিভ কোলাইটিসে ভোগার কারণে ২০০৭ সালে প্রথম মেয়াদের দায়িত্ব থেকে ইস্তফা দেন। চিকিৎসা করে এই অসুখ অনেকটাই কাটিয়ে উঠেছেন আবে। কিন্তু এ মাসে তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন তোলে কিছু জাপানি মিডিয়া। তার হাঁটার গতি নিয়ে প্রশ্ন তুলেছিল। সাপ্তাহিক ম্যাগাজিন ফ্ল্যাশ জানায়, গত ৬ জুলাই তার অফিসে রক্তবমি করেছিলেন অ্যাবে। তবে এই প্রতিবেদনের সত্যতা খুঁজে পায়নি রয়টার্স।