Sun. Oct 12th, 2025
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ৩১ আগস্ট, ২০২০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। একইসঙ্গে তিনি বলেন, হত্যার এ রাজনীতি অব্যাহত রাখে বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানও। আজ সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রথা অনুযায়ী আওয়ামী লীগের শোকের মাসের কর্মসূচির শেষ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এবার করোনাভাইরাসের কারণে ছোট পরিসরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে শোকের এ আলোচনায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। পাশাপাশি সমালোচনা করেন বিএনপির রাজনীতির।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গুম-খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন, এই গুম-খুন শুরু করেছেটা কে? জিয়াউর রহমানই শুরু করেছে। সেনাবাহিনীর অফিসার ছুটিতে ছিল। চলে আসছে, তাদের মেরে ফেলে দিয়েছে। তাদের পরিবার লাশও পায়নি। এভাবে সারা দেশকে তারা রক্তাক্ত করেছে। তাদের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য। আর তার একই চরিত্র দেখি খালেদা জিয়ার মধ্যে। ২০০১ সালে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিনহার্টের নামে যাদের দিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের আবার ইনডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবার হাতে রক্তের দাগ। তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা-দীক্ষা তো নাই, শুধু এই গুণ্ডামি আর অত্যাচার করে খুনের রাজত্ব কায়েম করেছিল।দেশের জন্য বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অবদান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট যখন এই হত্যাকাণ্ডের পর কত মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল। আজকে কোথায়? সব মিথ্যা কিন্তু মিথ্যাই রয়ে গেছে। সত্য আজকে উদ্ভাসিত। আজকে দেশে আন্তর্জাতিকভাবে সেই সত্য প্রকাশ হয়েছে। কাজেই আত্মত্যাগ কখনো বৃথা যায় না।এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য।