Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ২০ জুন, ২০২১ঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসের ২.৫৮ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা তথ্য প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন তথ্য প্রকাশ করা এ ওয়েব সাইটটি শনিবার এ তথ্য দিয়েছে।

ভারত তার জনগণের মধ্যে ২৭২.৩৮ মিলিয়ন ভ্যাকসিন প্রয়োগ করেছে। ব্রাজিল প্রয়োগ করেছে ৮৫.৩৯ মিলিয়ন করোনা ভ্যাকসিন। যুক্তরাজ্য ৭৩.৩৬ মিলিয়ন ভ্যাকসিন প্রদান করেছে। জার্মানি ৬৫.৭৪ মিলিয়ন ভ্যাকসিন প্রয়োগ করেছে। ফ্রান্স ৪৬.৯৫ মিলিয়ন ভ্যাকসিন প্রদান করেছে। ইতালি তার জনগণের মধ্যে ৪৫.২০ মিলিয়ন ভ্যাকসিন প্রয়োগ করেছে।

অধিকাংশ করোনাভাইরাসের ভ্যাকসিন দু’ডোজের হয়ে থাকে। তাই প্রত্যেক দেশের জন্য আলাদাভাবে ভ্যাকসিন প্রয়োগের যে সংখ্যা দেয়া হয়েছে তা দিয়ে কোনো দেশের সকল মানুষের ওপর প্রয়োগ করা সম্ভব নয়।২০১৯ সালে শুরু হওয়া করোনা ভাইরাসের সংক্রমণে ১৯২টি দেশ ও অঞ্চলে ৩.৮৫ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছে। আর বিশ্বব্যাপী করোনা সংক্রমিত হয়েছে ১৭৭.৮৯ মিলিয়ন মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল করোনা সংক্রমণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে।