Tue. Oct 14th, 2025
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৪জুন,২০২১ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার চক মোগলটুলির তাজমহল টাওয়ারে সম্প্রতি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) উদ্বোধন করেছে। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ সিআরএম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান ও চক মোগলটুলি শাখাপ্রধান এ.কে.এম মাহবুব মোরশেদসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিআরএম এর মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাতদিনের নোটিশ প্রদান করা যাবে।