Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বুধবার ,১৮আগস্ট,২০২১ঃ  রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ আগস্ট) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বেগম রুখসানা হাসিন।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, ড. মোহাম্মদ ইউনুস আলী ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল বাছেত খাঁন। এছাড়াও ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল এজিএমে অংশগ্রহন করেন।