Thu. Oct 23rd, 2025
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬আগস্ট,২০২১ঃ অটোমেটেড চালান সিস্টেম বাস্তাবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ আগস্ট, ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ ফোরকার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব এ. কে. এম মহিউদ্দীন আজাদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখার মাধ্যমে পাসপোট ফি, শুল্ক,আয়করসহ সরকারি অন্যান্য ফি জমা দেয়া যাবে।