Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,  বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ঃপিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা চৌরাস্তা। এ এলাকার একমাত্র জামে মসজিদ যেখানে এক শতাধিকের অধিক মুসল্লি নামাজ আদায় করেন। এ মসজিদটি প্রাথমিক পর্যায়ে ছোট থাকার কারণে নামাজ আদায় করতে কষ্ট হয়। তাই সকলের পরামর্শে বিদেশি অর্থায়নে মসজিদটি ইমারত নির্মাণ শুরু করেন। মসজিদের ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত কাজ সম্পূর্ণ করার পরে প্রবেশ পথের পাশেই নির্মাণাধীন মার্কেটের ছাদে কয়েক টন রড বাধা সেন্টারিং এর মালামাল দীর্ঘদিন থাকার কারণে যেকোনো সময় ধসে পড়ো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা জামাল হোসেন বলেন, মার্কেটের সেন্টারিং এর মালামাল দীর্ঘদিন যাবৎ থাকার কারণে যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই আমাদের সবসময় নামাজ আদায় করতে খুব ভোগান্তির শিকার হতে হচ্ছে। মসজিদের মুসল্লী ইয়াকুব হোসেন জানান, দ্রুত যদি আমাদের মসজিদের গেট ক্লিয়ার না করে দেওয়া হয়। তাহলে মসজিদের কাজ সম্পন্ন করা কোনো ভাবে সম্ভব না। মার্কেটের মালিক হাফেজ আলতাফ হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মসজিদের সেক্রেটারী সাবেক ইউপি সদস্য নাসির হোসেন জানান, এ বিষয়ে মার্কেটের মালিক হাফেজ আলতাফ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করি। কিন্তু তিনি আদালতে বিচারাধীন থাকার কারণে কাজ সম্পন্ন করতে পারেননি।