Sat. Jul 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার,২৬ সেপ্টেম্বর,২০২১ঃ মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২১ জনের প্রাণহানি হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৪১ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৮০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।

এর আগে শনিবার সারা দেশে মারা যান আরও ২৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮১৮ জনের দেহে।