Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার,২৭ সেপ্টেম্বর,২০২১ঃ বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদে সদ্য পদোন্নতি পাওয়া ১৫৭ কর্মকর্তাকে তাদের নিজ নিজ ইউনিট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে। রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের তিনটি আলাদা প্রজ্ঞাপনে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও পুলিশ সার্জেন্ট, টিএসআই থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।