Sun. Oct 26th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ০৪ অক্টোবর ২০২১: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-র আয়োজনে ৫ দিনব্যাপী “এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস. এম. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।