খোলাবাজার২৪,সোমবার,১৮অক্টোবর ২০২১: পূবালী ব্যাংক লিঃ এর ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বেস্ট ইলেকট্রনিক্স লিঃ, জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেশব্যাপী বিস্তৃত বেস্ট ইলেকট্রনিক্স শো-রুম থেকে পণ্য ক্রয়ে ইএমআই (ঊগও) সুবিধা দিচ্ছেন। এই মর্মে গতকাল আনুষ্ঠানিকভাবে বেস্ট ইলেকট্রনিক্স লিঃ ও পূবালী ব্যাংক লিঃ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার ও ডিভিশন হেড অসীম কুমার রায়।
বেস্ট ইলেকট্রনিক্স লিঃ এর পক্ষে ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক এম এম ফেরদৌস, জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, এমলাক হোসেন জসিম, মোসলেম উদ্দিন বাবু এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।