Mon. Sep 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, মঙ্গলবার,২৬অক্টোবর ২০২১:  নাহার আকতার, মোরেলগঞ্জ(বাগেরাহট)সংবাদদাতাঃ বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম বলেছেন, মোরেলগঞ্জ উপজেলা খাউলিয়া ইউনিয়নের নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ । কারচুপি কিংবা প্রকাশ্যে ভোট দেয়ার কোন সুযোগ নেই। আপনারা এসব উড়ো কথায় কান দিবেন।
সোমবার বিকেলে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা নির্বাচন উপলক্ষে এ এলাকায় যারা বহিরাগত তাদের আজ রাতের মধ্যেই এলাকা ত্যাগ করতে হবে। নির্ভয়ে যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে । যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাাচিত করুন। ইউনিয়নে শৃঙ্খলা রক্ষায় ও ভোট কেন্দ্রে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোন পক্ষকে ছাড় দেয়া হবেনা। মাদক নিয়ন্ত্রনে পুলিশ থাকবে জিরো টলারেন্সে।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন। তিনি এ ইউনিয়নের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন। কেউ যেন আইন শৃঙ্খলা ভঙ্গ না করি ।
মোরেলগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বতন্ত্র্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, আওয়ামী লীগের প্রার্থী মাষ্টার সাইদুর রহমান, লাঙ্গলের প্রার্থী আবুল হোসেন সহ অর্ধ শতাধিক মেম্বর প্রার্থী সহ সহ¯্রাধিক জনসাধারণ উপস্থিত ছিল।
তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাবেক চেয়ারম্যান ও ২য় ধাপের নির্বাচনে পুনরায় নৌকা মনোনয়ন পাওয়া প্রার্থী মাষ্টার আবুল খায়েরের মৃত্যুজনিত কারনে এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ঘোষনা হয়েছিল।