
খোলাবাজার২৪,শুক্রবার,০৭জানুয়ারি,২০২২ঃ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক বাস্তবায়নাধীন সিরাজগঞ্জ শিল্পপার্ক পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান। আজ (০৭ জানুয়ারি ২০২২ তারিখ) বিকালে বিসিক চেয়ারম্যান শিল্পপার্কটি পরিদর্শন করেন।
বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ খালেক, উপ- প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় আট কিলোমিটার এবং ঢাকা-সিরাজগঞ্জ হাইওয়ে থেকে তিন কিলোমিটার দূরে ৪০০ একর জমিতে বাস্তবায়িত হচ্ছে বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ।
প্রকল্পটির মাটি ভরাট (ভূমি উন্নয়ন) কাজ সমাপ্ত হয়েছে। বাউন্ডারি ওয়াল, প্রশাসনিক ভবন, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, কৃত্রিম লেকসহ অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত সময়েই সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই শিল্পপার্কে প্লটের সংখ্যা ২৭৬টি। পাঁচ একর থেকে থেকে ২০ শতাংশ আয়তনের প্লট শিল্পোদ্যোক্তাদের বরাদ্দ প্রদান করা হবে।
বিসিকের প্রধান প্রকৌশলী ও সিরাজগঞ্জ শিল্পপার্কের প্রকল্প পরিচালক আব্দুল খালেক বলেন, চলতি বছরের জুনের মধ্যেই সব প্লট কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হয়ে যাবে। শিল্পপার্কটি গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা ও ড্রেনেজের ব্যবস্থা অনেক উন্নত। ডাম্পিং ইয়ার্ড ও গভীর নলকূপের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এ শিল্পপার্কটি সিরাজগঞ্জ শহরের নিকটে হওয়াতে সড়ক, রেল এবং নৌপথে কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য পরিবহনে বাড়তি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।