Fri. Oct 17th, 2025
Advertisements
খোলাবাজার২৪, সোমবার,১৭জানুয়ারি,২০২২ঃ রাজধানীর শনির আখড়ায় মাহিন সিকদার প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদার এবং তার স্ত্রী পলি আক্তার এর উপর পরিকল্পিতভাবে হামলা চালায় একটি সংঘবদ্ধ চক্র। উদ্দেশ্য বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পদ দখল। এই চক্রের সাথে জড়িত আছে পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী (তুহিন) ও চিহ্নিত সন্ত্রাসীরা।বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদার এর অফিসে মিটিং এর উদ্দেশ্যে আসেন সংঘবদ্ধ চক্রের একাংশ। অপর অংশ পরিকল্পনা মাফিক বাইরে অপেক্ষা করে। সিসি টিভির ফুটেজে দেখা যায় বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদারকে  এলোপাতাড়ি কিল ঘুষি মারে নুরুজ্জামান খান, মাহবুব খান ও সিদ্দিকুর রহমান সহ অজ্ঞাত সন্ত্রাসীরা। অতর্কিত আক্রমণে  ফ্লোরে লুটিয়ে পড়ে যান হাসান সিকদার। ছিঁড়ে যায় তার পাঞ্জাবি এবং গেঞ্জি। সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায়নি বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদার এর স্ত্রী পলি আক্তার।

পরিকল্পিতভাবে যখন মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতন করা হচ্ছিলো তখন হামলার মুল পরিকল্পনাকারী বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী (তুহিন) বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যার প্রমান সিসি টিভির ফুটেজে মেলে। তুহিন এর সাথে তখন বাইরে অপেক্ষারত ছিলো দিদার হোসেন হিরা, কাজী ইকবাল এবং মারুফ আহমেদ।

এরপর আইনের রক্ষক হয়েও মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলী (তুহিন) মাহিন সিকদার প্রোপার্টিজ লিমিটেডের অফিস নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা কেটে ফেলে, যার প্রমান সিসি টিভির ফুটেজে মেলে।

সিসি টিভি ধ্বংস করার পর শুরু হয় লুটপাট। ভাড়াটে সন্ত্রাসীরা সংঘবদ্ধ চক্রের সহযোগিতায় সাব স্টেশন এর মালামাল লুটপাট করে বলে জানান বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদার।

আহত হাসান সিকদারকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান সিকদার বলেন, আমরা আইনকে শ্রদ্ধাকরি। আইনের মাধ্যমে আমরা ন্যায়বিচার পাবো। সিসি টিভির ফুটেজ আমি যতটুকু উদ্ধার করতে পেরেছি ,ততোটুকুই আমার প্রমান । এর বাইরে কোন প্রমান আমার কাছে নেই। এই সংঘবদ্ধ চক্রটি আমাদের সম্পদ দখলের উদ্দেশ্যে, আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে  আসছে। যাতে আমি মানসিকভাবে ভেঙ্গে পরি। আমার স্ত্রী ও সন্তানকে হুমকি দেয়া হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।

Enter
Write to Daily Khola Bazar