Wed. Sep 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,মঙ্গলবার,০৮ফেব্রুয়ারি,২০২২ঃ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন চট্টগ্রাম জেলা (দক্ষিণ), বরিশাল জেলা (উত্তর), বরিশাল জেলা (দক্ষিণ), মাদারীপুর জেলাসমূহের নতুন কমিটি অনুমোদন করেছেন। প্রতিটি জেলাসমূহে সাংগঠনিক টিম সরেজমিনে কর্মীসভা করে এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি’র কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে উল্লেখিত ০৪ টি সাংগঠনিক জেলার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম জেলা (দক্ষিণ) শাখায় সমাজসেবক, সংস্কৃতি সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী-কে আহবায়ক এবং সংস্কৃতি সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাছির উদ্দিন-কে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস বরিশাল জেলা (উত্তর) শাখায় জনাব মো: হুমায়ন রাশেদ কবির-কে আহবায়ক এবং জনাব সৈয়দ এমদাদুল হক (মিস্টার)-কে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস বরিশাল জেলা (দক্ষিণ) শাখায় চলচ্চিত্র প্রযোজক এইচ এম. এ মান্নান-কে আহবায়ক এবং জনাব আহমেদুল কবির বিপ্লব মোল্লা-কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মাদারীপুর জেলা শাখায় সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠক শাহ মোঃ এসরারুল হক নিলু-কে আহবায়ক এবং সাংস্কৃতিক সংগঠক মঞ্জুরুল ইসলাম শহিদ-কে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাসাস এর সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।